অবতক খবর,২১ নভেম্বর: উত্তর ২৪ পরগনা জেলার শিবদাসপুর গ্রাম পঞ্চায়েতের তরফে স্থানীয় একান্ন নম্বর ও ৫২ নম্বর পঞ্চায়েত সদস্যদের হাতে দেওয়া মুরগির ছানা আর্থিকভাবে পিছিয়ে পড়া বাসিন্দাদের না দিয়ে অন্যত্র সরিয়ে রাখার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে।

স্থানীয় সুত্র অনুযায়ী জানা যায় দুর্গাপুজোর আগে মুরগির ছানাগুলো গ্রাম পঞ্চায়েতের সদস্য সীমন্ত দাস ও পূজা দাসের হাতে আসলেও সময় মত তা কিন্তু গ্রামবাসীদের হাতে পৌঁছায়নি বলে অভিযোগ উঠল গ্রামবাসীদের তরফ থেকে। যদিও পঞ্চায়েতের পাঠানোউপস্থিত পঞ্চায়েত সদস্য সীমন্ত দাস তিনি বলেন বেশিরভাগ মুরগির ছানা গ্রামবাসীদের দেওয়া হয়েছে তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় । অপরদিকে রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র জানান তৃণমূলের সরকারের আমলে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে মুরগিও চুরি করে সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করছেন।