অবতক খবর, , কুলপি , দক্ষিণ ২৪পরগনা :- দক্ষিণ ২৪পরগনা কুলপি বিধানসভা কেন্দ্রের ঢোলাহাট থানা শিমুলবেরিয়া তে শিবলিঙ্গ বসানো কে কেন্দ্র করে পুলিশের সাথে স্থানীয় জনতার ব্যাপক মারপিট সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের কয়েকজন আহত হন । ঢোলা হাটথানার পুলিশ শাসকদল তৃণমূল কংগ্রেসের চাপে বিরোধী দল বিজেপি ২৪ জন সমর্থককে গ্রেপ্তার করে বলে অভিযোগ ।এদেরমধ্যে একজনকে আগেভাগে গ্রেপ্তার করেছিল বলে জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রবীর রায় দাবি করেন।
এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে কুলপি বিধায়ক যোগহালদার ওই এলাকা পরিদর্শন করেন। ঐ সময় তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন, পুলিশের সাথে দুর্ব্যবহার খুবই খারাপ।তবে পুলিশের উচিত শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। পুলিশ তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করায় পুলিশের বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেন। মঙ্গলবার ডায়মন্ড আবার জেলা সংশোধনাগারে থেকে 16 জন জামিনে মুক্ত হয়ে বিজেপি পার্টি অফিসে আসে।
মথুরাপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রবীর রায় অভিযোগ করে বলেন ঢোলাহাট থানার জনৈক পুলিশ আধিকারিক ওই এলাকার স্থানীয় মানুষদের কাছে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। সমগ্র বিষয়টি তারা মথরাপুর জেলা বিজেপির সভাপতি কে জানাবেন বলে জানিয়েছেন।ঢোলাহাট থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পুরোপুরি মিথ্যা।