অবতক খবর,২৮ আগস্ট,মালদা:- শিবিরের এককোনে দাঁড়িয়ে বিডিও।আবেদন কারীরা জানেন না তিনি কে!!
তবে প্রতিদিনই ‘দুয়ারে সরকার’ শিবিরের চৌকাটে পা রাখছেন বিডিও।

আর তার সাথে সরকারি প্রকল্পের আবেদনের ফর্ম নিজে হাতে পূরণও করে দিচ্ছেন।

মালদহের চাঁচল-১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে সন্তোষপুর হাইমাদ্রাসায় বসে দুয়ারে সরকার শিবির।
এই শিবিরে রাজ‍্য সরকারের নয়া প্রকল্প লক্ষ্ণীর ভান্ডার ও স্বাস্থ‍্য সাথী সহ একাধিক প্রকল্পে আবেদনে আসে সাধারণ মানুষ।শিবির থেকে দেওয়া হচ্ছে ফর্ম।অনেকেই জানেন না কিভাবে সেটি পূরণ করতে হবে।তবে এদিন আবেদনকারীরা শিবির থেকে ফর্ম নিয়ে বিডিও-র সম্মুখে।বিডিওকে সাধারণ মানুষ ভেবে ফিলাপ করতে বলেন।তবে বিডিও সঠিক নথিপত্র থেকে নিজে সেই ফর্ম পূরণ করে দিচ্ছেন।এমনই ছবি দেখা গেল মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে।সেই সূত্র ধরে একাধিক মানুষের ফর্ম পূরণ করলেন বিডিও।
ফর্ম পূরণের পরেই আবেদনকারীরা জানতে পারেন তিনি নাকি চাঁচল-১ নং ব্লকের বিডিও।তবে খোদ প্রশাসনিক আধিকারিকের দায়িত্ব পালনের কর্তব‍্য আপ্লুত সাধারণ মানুষ।