অবতক খবর :: শিলিগুড়ি :: ২ জুলাই ::   কলকাতা নিউটাউনে বুধবার প্রাতঃভ্রমণ সেরে কোচপুকুর এলাকায় একটি বাজারে চা খেতে গিয়ে আক্রান্ত হন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির অভিযোগ দিলীপবাবু বাজারে ঢোকার মুখে, দুষ্কৃতীদের বাঁধার মুখে পড়েন। তাঁর গাড়ি সহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ দেখাল বিজেপি।

শিলিগুড়িতে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। এরপর সেখান থেকে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে পুলিশ। পরে বিক্ষোভ কারীরা জানান শুধু শুধু বিনা কারনে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। তারা শুধুমাত্র শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। অযথা তাদের গ্রেপ্তার করল রাজ্য সরকারের পুলিশ। অনদিকে পুলিশের পালটা দাবী মিছিল করবার নামে গোটা এলাকাতে অশান্তি ছড়াবার চেষ্টা করছিলো বিক্ষোভকারীরা তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদিন বিজেপীর মিছিলের কারনে গোটা এলাকায় উত্তেজনা দেখা দেয়,এবং এলাকায় যানযটের সৃষ্টি হয়।বহু মানুষ মিছিলে ভীড় দেখে অন্য রাস্তা পরিবর্তন করে অন্যদিকদিয়ে চলে যান।