অবতক খবর, শিলিগুড়িঃ ডিজিটাল কমিউনিকেশন কাজে লাগিয়ে গ্রামের অভাবী-মেধাবী ছাত্রছাত্রীর পাশে দাঁড়াতে শিলিগুড়িতে ভ্রাম্যমান গ্রন্থাগার তৈরি করেছেন আইআইটির এক গবেষক দম্পতি। শিলিগুড়ির মেডিক্যাল মোড়ের বাসিন্দা এই দম্পতির নাম অনির্বাণ নন্দী ও পৌলোমী চাকি নন্দী।
ঘড়ি, ক্যামেরা, টর্চ এই যুগে সবই সরিয়ে দিয়েছে একটা মোবাইল ফোন। কিছুটা হলেও বইয়ের জায়গা নিয়ে নিয়েছে এই যন্ত্রটি। এখন ই-বুক পড়ার ব্যাপারে অনেকে অভ্যস্ত হয়ে উঠেছেন। পাঠ্যপুস্তকের এই বিকল্পটি অবশ্য আমাদের দেশে এখনও সেভাবে নেই বিশেষ করে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত। গ্রামবাংলায় তো এসবের প্রশ্নই নেই। বইয়ের অভাবে অনেকেরই পড়াশোনা করতে সমস্যা হয়। সেই সমস্যা দূর করতেই তাঁরা উদ্যোগী হয়েছেন। তৈরি করেছেন ভ্রাম্যমান গ্রন্থাগার বা মোবাইল লাইব্রেরি।
আমাদের লক্ষই দুঃস্থ অসহায় ছাত্রছাত্রীদের হাতে বই এবং খাতা তুলে দেওয়া দেশের কোনায় কোনায় প্রচুর মেধাবী ছাত্রছাত্রী আছে উপযুক্ত পরিকাঠামোর অভাবে পড়াশোনা করতে পারে না, আমাদের প্রচেষ্টা একটু হলেও তাদের কষ্ট যদি কিছুটা হলেও লাঘব করা যায়।