অবতক খবর , শিলিগুড়ি :     শিলিগুড়িকে ভাবিয়ে তুলছে করোনা রোজই বেড়ে চলেছে আক্রান্ত এবং মৃত্যু। গতকাল শিলিগুড়িতে মোট করোনাতে আক্রান্ত হয়েছেন একাশি জন। এর মধ্যে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোজ রোজ বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং রোজ রোজ বাড়ছে মৃত্যুর হার।

শিলিগুড়িকে যেন কিছুতেই ছাড়ছে না করোনা। এর মধ্যে দিশান এবং চ্যাং এর হাসপাতালে বেড পাওয়া নিয়ে সমস্যায় পড়ে যাচ্ছেন সাধারণ মানুষ। অবস্থা এমন জায়গাতে পৌছিয়ে গেছে যে দিশান এবং চ্যাং এর হাসপাতালের থেকে বেড না পাবার ব্যাপারে সরকারিভাবে ঘোষণা করা হবে।

শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে রোজ আসছে নতুন করে করোনা আক্রান্তের খবর, কি শিলিগুড়ি কি শিলিগুড়ির বাইরে সব জায়গা থেকে রোজই ভুড়ি ভুড়ি আক্রান্ত হবার খবর চলে আসছে। শিলিগুড়িতে চিকিৎসকেরাও ঘোষনা করতে চলেছেন বিকল্প ব্যাবস্থা না করলে হয়ত বেশীদিন আর তাদের এইভাবে করোনা রোগীদের চিকিৎসা করা সম্ভব হবে না। পূজো চলে আসছে আর আশঙ্কা বাড়ছে সংক্রমনের।কিভাবে পূজোতে অন্তত সংক্রমনকে আটকে রাখা যেতে পারে আপাতত সেটা নিয়েই চিন্তায় প্রশাসন।