অবতক খবর , শিলিগুড়ি : আজ ২২শে শ্রাবন কবিগুরুর মৃত্যু দিবস। তাই শিলিগুড়িতে অন্যান্য জায়গার মতো পালিত হল ২২শে শ্রাবন। কবিগুরুর মুর্তিতে মালা দিলেন শিলিগুড়ি পুরসভার বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্য। দার্জিলিং জেলা তৃনমুল সভাপতি রঞ্জন সরকার এবং দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার।
এদিন করোনা আবহে ম্রিয়মান ছিলো ২২শে শ্রাবন। কিছু কিছু জায়গাতে ছোট ছোট অনুষ্ঠান করা হয়েছে কিন্তুু সবই সামাজিক নিয়ম মেনে। এদিন শিলিগুড়ির বিভিন্ন অফিসেও ছোট করেই পালিত হল ২২শে শ্রাবন।