অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়িতে অবৈধভাবে বসছে বহু দোকান। বার বার বলা হলেও কোন অবৈধ দোকানকেই সরানো যায় নি। শিলিগুড়ি শহরের আনাচে কানাচেতেই বসছে বহু অবৈধ দোকান যার কোন নির্দিষ্ট কাগজপত্র নেই। বার বার তুলে দেওয়া হলেও আবার বসছে ওই দোকানগুলি।
শিলিগুড়ি হাসপাতাল মোড়ে বহুদিন থেকেই বসছে বহু দোকান। এর মধ্যে দুবার শিলিগুড়ি পুরসভার পক্ষ থেকে তুলে দেওয়া হয়েছিলো ওই দোকানগুলি। কিন্তুু দুদিন পরে আবার বসে পড়ছে ওই দোকানগুলি।
শিলিগুড়ি হকার্স কর্নার এবং সেবক রোডের একই অবস্থা বার বার বলা হলেও তাতে কান দেয় নি ওই সব ফুটপাতের দোকানের মালিকেরা। এবারে হকারদের আলাদাভাবে সাহায্য করবে রাজ্য সরকার। এই নির্দেশিকা আসবার পরে নড়েচড়ে বসেছে হকারের ইউনিয়নগুলি। শিলিগুড়ি শহরে বর্তমানে প্রায় ৫০০০ কিংবা তার বেশী হকার আছেন তারা নিজেরা কিছু কাগজপত্র বানিয়েছেন যেটা কোনভাবেই বৈধ নয়। এখন দেখবার হকারদের শিলিগুড়িতে ভবিষ্যতে কোথায় যায়।