অবতক খবর , শিলিগুড়ি : শিলিগুড়িতে ঢুকছে না বেশীরভাগ ট্রেন সেকারনেই আসছে না সবজী। ফলে আগুন দামে বিক্রি হচ্ছে সবজী।শিলিগুড়ির বিধান মার্কেট,হায়দারপাড়া এবং সুভাষপল্লীতে আগুন দামে বিক্রি হচ্ছে সবজীর। অবস্থা এমন জায়গায় পৌছিয়েছে যে বিক্রেতারাও সবজী আনতে সাহস করছেন না,টমেটো,শষা এবং পটলের দাম আজ পযর্ন্ত তারা এত দামে কেনেন নি দাবী ক্রেতাদের।
শুধু শিলিগুড়ি নয় উত্তরবঙ্গের অন্যান্য জায়গাতেও একঈ অবস্থা সবজীর। কোথাও কোথাও একশো টাকার কাছাকাছি বিক্রি হচ্ছে সবজী। কবে কমবে দাম বলতে পারছেন না কেউই, অনেকে বলছেন বর্ষা কোন ব্যাপার নয় আসল সমস্যা তৈরী হয়েছে ট্রেন বন্ধ থাকায়। কারন বর্ধমান,কাটোয়া এবং কালনা থেকে প্রচুর সবজী আসত উত্তরবঙ্গে সেটা বন্ধ থাকায় সমস্যা তৈরী হয়েছে। একে মাছ মাংশের দাম আকাশছোয়া তার উপরে সবজীর এই দাম চিন্তায় ফেলে দিয়েছে সাধারণ মানুষকে।