অবতক খবর , শিলিগুড়ি :     শিলিগুড়িতে করোনাকে নিয়ে রাজনীতি চলছে এই অভিযোগ করলেন দিশান হাসপাতালের থেকে সুস্থ হয়ে যাওয়া এক রোগী। তিনি জানালেন টাকা না থাকলে কোন পরিসেবাই পাচ্ছেন না রোগীরা। টাকা দিলেই পরিসেবা পাওয়া যাচ্ছে। শুরু থেকে শেষ পযর্ন্ত লাগছে টাকা। এমনকি অ্যাম্বুলেন্সে যারা নিতে আসছেন তারাও টাকা চাইছেন। তিন থেকে চার হাজার। তার পরে যতদিন থাকছেন ততদিন লাগছে টাকা।

টাকা না দিলে দেখা করতে দেওয়া হচ্ছে না কাউকে। দেওয়া হচ্ছে না প্রয়োজনীয় জিনিস। দিশানের মত একই অবস্থা চ্যাং এর হাসপাতালেও। টাকা না থাকলে দেওয়া হচ্ছে না যোগাযোগ নংও এমনকি সুস্থ হলেও বাড়ি ফিরতে হয়রানী হতে হচ্ছে রোগীদের। টাকা না থাকলে দেওয়া হচ্ছে সম্পুর্ন তথ্য।

এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন দিশান হাসপাতালের চিকিৎসকেরা,তারা জানিয়েছেন এই রকম কোন ব্যাপার নেই এই অভিযোগ সম্পুর্ন মিথ্যা এখনো উত্তরবঙ্গে অসাধারণ চিকিৎসা চলছে,টাকা পয়সা নিয়ে কোন অভিযোগ নেই। একদুজনের ক্ষেত্রে হয়ত সমস্যা থাকতে পারে তবে টাকা পয়সা না থাকলে চিকিৎসা হচ্ছে না এই অভিযোগ কেউ করে থাকলে সেটা সম্পুর্ন দুঃখ জনক।