অবতক খবর ::  শিলিগুড়িতে করোনা নিয়ে অযথা আতঙ্ক না ছড়াতে অনুরোধ করলেন তৃণমূল কাউন্সিলারেরা। নান্টু পাল,মঞ্জুশ্রী পাল এবং শ্রাবনী দত্ত প্রত্যেকেই নিজের ওয়ার্ডের বাসিন্দাদের ভয় না পেতে অনুরোধ করেছেন।প্রত্যেকেই জানাচ্ছেন তারা নিজেরা প্রত্যেকেই নিজের নিজের ওয়ার্ডে সতর্কতা অবলম্বন করছেন।

শ্রাবনী দত্ত জানাচ্ছেন আমি আমার সাধ্যমত লোকজনকে বোঝানোর চেষ্টা করে চলেছি,কেউ যেন ভয় না পান,সবাইকে বলছি কাজ না থাকলে অহেতুক ঘর থেকে বের হবেন না যদি কোন শারীরিক সমস্যা হয় তবে ডাক্তার দেখান।একই কথা নান্টু পাল এবং মঞ্জুশ্রী পালেরও। গোটা শিলিগুড়িতে করোনা প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নিতে চলেছে দার্জির্লিং জেলা তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ির 14নং ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত জানালেন আগামীতে এই করোনা ভাইরাস যাতে আর ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ রাখছি আমরা।এই ব্যাপারে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।