অবতক খবর :: শিলিগুড়ি :: ২৬ এপ্রিল মারণ ভাইরাস করোনার কারণে বিপর্যস্ত গোটা বিশ্ব। অর্থনৈতিক অবস্থা বেহাল দেশে দেশে। অনাহারে অর্ধাহারে ধুকছে গোটা দেশ। এই অবস্থায় অনাহার মানুষের মুখে খাবার তুলে দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন সমাজকর্মী, স্বেচ্ছাসেবীরা।
তেমনই আজ শিলিগুড়ির ১৪নং ওয়ার্ডের পুরমাতা শ্রাবনী দত্ত নিজের উদ্যেগে পাড়ার হরিজন মানুষজনের হাতে তুলে দিলেন চাল,আটা এবং সরষের তেল।জানালেন,”রোজ ২৫ জনের হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছি। ওয়ার্ডবাসী ছাড়াও আমার ওয়ার্ডে হরিজন ভাই বোনেরা থাকেন। তারা সকলেই ভীষণ অসুবিধার মধ্যে আছেন। তাই নিজের চেষ্টায় তাদের হাতে সামান্য কিছু তুলে দিলাম।” তাঁর থেকেই আরও জানা গেল যে, তিনি গত এক মাস ধরেই মানুষের জন্য দিয়ে যাচ্ছেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। শুধু ওয়ার্ডের লোক নয় ওয়ার্ডের বাইরে থেকে যারা আসছেন তাদেরও সাহায্য করছেন বলে জানা গেল স্থানীয় সূত্রে।