নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৮ই ডিসেম্বর :: শিলিগুড়ি :: শিলিগুড়িতে বাড়ছে সবজীর দাম।শিলিগুড়ির বাজারে সবজীর দামে আগুন পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় চিন্তায় সাধারন ব্যাবসায়ীরা।
কোনো কোন দোকানে আলুর দাম ৩০/৩২টাকা গিয়ে দাড়িয়েছে, বেগুন,শষা,টমেটোর দামও সাধারনের হাতের বাইরে চলে গেছে।শিলিগুড়ীর বিধান মার্কেট,সুভাষপল্লী,পুরানোবাজার,হায়দারপাড়া সবজায়গাতেই সবজী আগুন দামে বিক্রি হচ্ছে।
শিলিগুড়ির বিভিন্ন এলাকায় যেখানে মোড়ে ঠেলাগাড়ী করে জিনিস বিক্রি হয় সেখানেও প্রায় দ্বিগুন দাম সবজীর।ক্রেতা বিক্রেতা উভয়েই চিন্তায় পড়ে গেছেন সবজীর দাম দেখে। কি পাইকারী কি খুচরো সবজায়গাতেই সবজীর দাম আকাশছোয়া।
আগামীদিনে বাজারে সবজীর দাম যে কমবে এই আশাও করছেন না কেউ।পাড়ার যেসব দোকানে সবজী বিক্রি হত তারাও এখন সবজী আনা বন্ধ করে দিয়েছেন।তার উপরে চারদিন ধরে ট্রেন বন্ধ থাকায় বাইরে থেকে আনাজ আসাও প্রায় বন্ধ।সবমিলিয়ে শহর শিলিগুড়ি এখন বাজার নিয়ে শঙ্কিত এবং চিন্তিত হয়ে আছে।