অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়িতে ভাগ করে দেওয়া হল কনটেনমেন্ট জোন। শিলিগুড়ির ৩৯, ৪৬ এবং ২৮নং ওয়ার্ড পুরোপুরি কনটেনমেন্ট জোন করে দেওয়া হল। গতকাল শিলিগুড়ির জেলাশাসক এস পুন্যবালম এই ঘোষনা করে জানান আপাতত এই কনটেনমেন্ট জোন বন্ধ থাকবে আগামী ঘোষনা না হওয়া পর্যন্ত ,শিলিগুড়ির বর্তমান পরিস্থিতি খুব একটা ভাল নয় সেকারনেই কনটেনমেন্ট জোনগুলি পুরোপুরি লকডাউন ঘোষনা করলেন জেলাশাসক।

শিলিগুড়ির করোনা পরিস্থিতি দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে,প্রতিটি ওয়ার্ড থেকেই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। একের পর এক জায়গা থেকে করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে, এদিকে গতকাল শিলিগুড়ি প্রশাসক মন্ডলির সদস্য শঙ্কর ঘোষের করোনা আক্রান্ত হবার খবরে আতঙ্ক ছড়িয়েছে শিলিগুড়ি পুরনিগমে, শঙ্কর ঘোষ যাদের সাথে মিশেছিলেন তাদের হোম আইসোলেসনে থাকার নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে।

এদিকে পুরসভার কর্মচারীরা দুদিন পুরসভা বন্ধ করবার দাবী জানিয়েছে,শিলিগুড়ির বিভিন্ন ওয়ার্ড থেকেই করোনা নিয়ে প্রশাসকের উদাশিনতার বিরুদ্ধে ক্ষোভ জমা হচ্ছে, কেন আক্রান্তকে ফেলে রাখা হচ্ছে কেন এত উদাশিনতা পরিক্ষা করা নিয়ে,কেন হাসপাতালে গেলে বসিয়ে রাখা হচ্ছে ঘন্টার পর ঘন্টা সবকিছু নিয়ে মানুষ ক্ষুদ্ব হয়ে পড়ছেন, দিনের পর দিন বাড়ছে করোনা আতঙ্কের সংখ্যা আর বাড়ছে চিন্তা, শহর শিলিগুড়ি আপাতত ভাল খবরের আশায় দিন গুনছে।