অবতক খবর :: শিলিগুড়ি :: শিলিগুড়ির বিভিন্ন এলাকায় নানাভাবে চলছে কালোবাজারী। সবজী থেকে মাছ সবকিছুতেই কালোবাজারী।সবচাইতে সমস্যায় পড়েছেন দিন আনি দিন খাই আনা মানুষেরা। একেই চরম উপরে জিনিসের দাম।অন্যদিকে জিনিসের কম থাকা সবমিলিয়ে চরম দুর্দশায় সাধারণ মানুষ।শিলিগুড়ি সবজী এবং মাছের দাম সবচাইতে বেশী।আর এইখানেই মার খেয়ে যাচ্ছেন মধ্যবিত্য এবং নিন্মবিত্য শ্রেনীর মানুষ।সব বাজারে আগুন হয়ে থাকছে জিনিসের ফলে কোথাও গিয়ে কম দামে জিনিস কিনতে পারছেন না কেউ।
মাঝে মুখ্যমন্ত্রী টাষ্ক ফোর্স গঠন করলেও সেই টাষ্ক ফোর্সের দেখা পান নি শিলিগুড়ির মানুষ বলে অভিযোগ। আলুর দাম গিয়ে দাড়িয়েছে ৪০/৪২ টাকা। অন্যান্য সবজী গিয়ে দাড়িয়েছে ৩০/৪০ টাকা পোয়া। মাছের দামও উপরের দিকে। এদিকে সানেটাইজার নিয়ে রাজ্যের চরম হুশিয়ারি সত্যেও চড়া দামে সানিটাইজার বিক্রি করছেন বিক্রেতারা।সবমিলিয়ে চরম দুর্দশায় শিলিগুড়ির মানুষ।