নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ৩১শে ডিসেম্বর :: শিলিগুড়ি :: অনেকেই আছেন,যারা হাতির পিঠে চড়ে বসে সাফারি করতে পছন্দ করেন । কিন্তু সেক্ষেত্রে রয়েছে বিস্তর সুযোগ।
তবে যদি নিজের হাতে হাতিকে স্নান করানো যায়, তাহলে? এই বিষয়টি কিন্তু পর্যটক ও সাধারণ মানুষের কাছে অলিক কল্পনা মাত্র। যদিও এই কল্পনা বর্তমানে সত্যি হতে চলেছে বেঙ্গল সাফারিতে।
শিলিগুড়িতে পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হল বেঙ্গল সাফারি পার্ক।শিলিগুড়ির অদূরে এই বেঙ্গল সাফারি পার্কে আবারও পর্যটকদের টানতে এইবার এই নয়া উদ্যোগ নিলেন তারা।
চালু করা হল হাতির স্নান। সাফারি সূত্রে জানা গেছে, দুপুরে যখন লাঞ্চ টাইম হয়ে থাকে সেই সময় হাতি সাফারি বন্ধ থাকে। আর ঠিক সেই সময়ই হাতি সাফারির কুনকি হাতি লক্ষী ও উর্মিলাকে স্নান করানো হয়।
তবে সেক্ষেত্রে এবার থেকে সেই স্নান করানোর সুযোগ দেওয়া হবে পর্যটকদেরও। অবশ্য তার জন্য ব্যবস্থা করা হয়েছে টিকিটেরও। একসাথে ছয়জন ব্যক্তি নদীর জলে নেমে তাদের স্নান করাতে পারবে।