অবতক খবর :: শিলিগুড়ি ::    গতকাল শিলিগুড়িতে তিনজন করোনা আক্রান্ত হবার পরে শিলীগুড়িতে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৯০। এদের মধ্যে বেশ কিছু ব্যক্তির করোনা নেগেটিভ আসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল শিলিগুড়ির ৪৬ নং ওয়ার্ডে এক ব্যক্তির করোনা ধরা পড়বার পরে তাকে কেভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সংষ্পর্শে থাকা আটজনকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। রোজই বাড়ছে শিলিগুড়িতে করোনা আক্রান্তের সংখ্যা,আর সমস্যা বারছে হাসপাতাল এবং নার্সিংহোমে।

এদিনও তিন ব্যক্তির লালারস পরিক্ষা করবার পরে তাদের রিপোর্ট নেগেটিভ আসায় উত্তেজনা বাড়ে ওই হাসপাতালে। হাসপাতাল কতৃপক্ষের কথা অনুযায়ী বার বার নেগেটিভ আসলেও রোগী সন্দেহের তালিকা থেকে বাদ যায় না, তাই তাদের কিছুক্ষন থাকতে বলা হয়েছিলো।