অবতক খবর,৬ ডিসেম্বর: আজ সোমবার ভোর প্রায় সাড়ে ৪ টা নাগাদ হলদিয়ার একটি ব্যাটারি প্রস্তুত কারক সংস্থা এক্সাইড এর সাবসিডিয়ারি সংস্থা হলদিয়া মেটালিকস এ আগুন লাগে। কারখানা কর্তপক্ষ থেকে জানা যায় কারখানার একটি লেড মেশিন থেকে ওভারফ্লো এর কারণে ডিজেল উপচে পড়ে ফ্লোর এ।
সেখান থেকে আগুন লাগে এবং ধীরে ধীরে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। ঘটনাস্থল এ হলদিয়া পেট্রোকেম ও সি এস সি থেকে মোট ৪ টি ইঞ্জিন যায়,এবং আগুন নিয়ন্ত্রন এ আনতে সক্ষম হয়। ঘটনায় কারখানার প্রভূত ক্ষয়ক্ষতিহলেও এখনও অব্দি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান পূর্ব মেদিনীপুরের জেলার আই এন টিটি ইউ সি এর সভাপতি তাপস কুমার মাইতি।
প্রসঙ্গত , এক্সাইড হলদিয়ার একটি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা হিসেবে জানা যায় এবং এরই এক সাবসিডিয়ারি সংস্থা এক্সাইড মেটালিকস যেটি হলদিয়া লিংক রোড এর পাশে পরানচক মৌজায় অবস্থিত। প্রায় ১৫০ শ্রমিক এখানে কর্মরত বলে জানা যায়। ব্যাবহৃত ব্যাটারির থেকে লেড নিষ্কাশন করে এখানে পিন্ড বানানো হয় এবং সেই লেড মেশিন থেকে ডিজেল উপচে পড়ে এই অগ্নিকাণ্ড ঘটে।