অবতক খবর,১৪ জুলাই: পশ্চিম বাংলার সরকারের পুলিশ প্রশাসন ঝাড়খণ্ড জেলার লটারির টিকিট বেআইনি ঘোষণা করে টিকিট বিক্রি বন্ধ করতে নির্দেশ দিলেও পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় অবৈধ লটারির টিকিট বিক্রি পুলিশ প্রশাসনের সামনে চলছে।
এক লিটার টিকিট বিক্রেতা জানান তারা জানেন ঝাড়খণ্ড জেলার টিকিট বিক্রি করেছে রাজ্য সরকার কিন্তু পশ্চিম বাংলার সরকার লটারি টিকিটের পয়সা এবং কমিশন কমিয়ে দেবার কারণে খদ্দের পাওয়া যায় না বৈধ লটারি টিকিট কেনার অন্যদিকে ঝাড়খণ্ড জেলার টিকিট বিক্রি করলে প্রচুর কমিশন পাওয়া যায় সেই কারণে সবাই ঝাড়খণ্ড জেলার টিকিট বিক্রি করছে।