অবতক খবর,১৬ মার্চঃ বহরমপুর শহর কংগ্রেসের উদ্যোগে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত শিশুদের উন্নত পরিষেবা ও চিকিৎসার দাবিতে আজ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর নিকট গণডেপুটেশন। চার দফা দাবি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট আজ ডেপুটেশন দেয়া হয়। দাবি সমূহ গুলি এরকম:-
১) এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে অ্যাডিনো আক্রান্ত রোগীর সংখ্যা ও মৃত্যু সংখ্যা সরকারিভাবে প্রতিদিন প্রকাশ করতে হবে।
২) প্রয়োজনে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটির সঙ্গে আলোচোনাতে শিশুদের স্কুল অল্প কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে হবে যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়।
৩) সরকারি খরচে বাড়িতে শিশুদের নিমোনিয়ার ভ্যাকসিন দিতে হবে এবং
৪) যুদ্ধকালীন তৎপরতায় জেলার সমস্ত হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সহ চিকিৎসকদের পরিসেবা সুনিশ্চিত করতে হবে।
আজকের এই মিছিল থেকে জানানো হয় মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য দপ্তর থেকে প্রকৃত মৃত্যুর কারণ এবং সংখ্যা কিছুতেই জানানো হচ্ছে না। তিনি আরো বলেন এদিনো ভাইরাস হয়ে যদি কোন শিশু মারা যায় তাহলে অভিবাভক কি করে শিশু মারা গেল তার কারণ জানতে পারছে না। সে কারণে বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজ জেলার মুখ্য শাস্ত্র আধিকারির কাছে চার দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয়া হয়।