অবতক খবর,৫ সেপ্টেম্বর: শিশু ও ছাত্রদের সাহিত্য পাঠের আগ্রহী করে তুলতে উদ্যোগী হল বালুরঘাটের এক শিক্ষক। অতিথি হিসেবে রাস্তায় লিখলেন গল্প।
দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম গল্পকার তথা শিক্ষক গগন ঘোষ বালুরঘাট শহরের ডাক বাংলো পাড়া এলাকার হাই স্কুলের সামনে চক দিয়ে লিখলেন তার স্বরচিত অনুগল্প। শিক্ষক তথা গল্পকার গগনবাবুর কথায় ছাত্ররা এই মুহূর্তে ভীষণভাবে মোবাইলে আসক্ত আমরা যারা লেখালেখির সঙ্গে যুক্ত তারা লক্ষ্য করছি ছাত্র-ছাত্রীদের একদিকে যেমন সাহিত্যপাঠের দিকে আকর্ষণ কমছে ঠিক উল্টোদিকে তেমনই তেমনি মোবাইল গেম চ্যাটিং এর প্রতি আকর্ষণ বাড়ছে ছাত্র-ছাত্রীদের। তাই ছাত্র-ছাত্রীদের ছাত্র-ছাত্রীদের সাহিত্যের প্রতি আকর্ষণ তৈরি করতে তার এই প্রতীকী বার্তা বলে গগনবাবু জানান। তিনি এই ভাবেই রাস্তায় চোখ দিয়ে ছোট ছোট অনুগল্প লিখে রাখেনি তার পথ চলতি মানুষ অভিভাবক ছাত্রছাত্রীরা পড়েন। এই ভাবেই ছাত্র-ছাত্রীদের সাহিত্যে আগ্রহী করে তুলতে ছোট্ট প্রয়াস চালিয়ে যাচ্ছেন গগনবাবু।