অবতক খবর , ময়নাগুড়ি :       শিশু শিক্ষা কেন্দ্রের অস্বাস্থ্যকর পরিবেশ। শিক্ষা কেন্দ্রের বারান্দা ও মিড ডে মিলের রান্নাঘর যেন পুরো গ্রাম্য বসত বাড়ি। যেখানে পুরো বারান্দা পাঠ কাঠি দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। এমনকি মিড ডে মিলের রান্না ঘরটি তো পুরোটাই পাঠ কাঠির দখলে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার সাপটি বাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের লোহাকুচির ডাঙ্গা শিশু শিক্ষা কেন্দ্রে। বিষয়টি নিয়ে সরব অভিভাবক-সহ গ্রামবাসীরা।

তাদের অভিযোগ, যেভাবে পাঠ কাঠি সহ অন্যান্য সামগ্রী রাখা হয়েছে তা খুব বিপজ্জনক। কারণ শিক্ষা কেন্দ্র লাগোয়া জায়গাটি জঙ্গলে ভর্তি। সেই জঙ্গল থেকে বিভিন্ন বিষাক্ত পোকামাকড় এসে এই পাট কাঠির স্তূপে স্থান নিতে পারে। বর্তমানে যদিও শিক্ষা কেন্দ্রটি বন্ধ কিন্তু যখন মিড ডে মিলের সামগ্রী বিলি করা হয় তখন এরকম পরিবেশেই করা হচ্ছে। যে কোনও মুহূর্তে কোনওরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে। গ্রাম বাসীদের আরও অভিযোগ যে শিক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কোনও রকম পদক্ষেপ নেয়নি জানানোর পরেও।

এ বিষয়ে এক গ্রামবাসী জানান, ‘যেভাবে শিক্ষা কেন্দ্রটি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে তা সত্যি বিপজ্জনক। বিষয়টি প্রধান শিক্ষক’কে জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ নেননি। আমরা চাই শিক্ষা কেন্দ্রে আবার শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে এগিয়ে আসুক। এবং শিক্ষা কেন্দ্রের মধ্যে পানীয় জলের যে জায়গা রয়েছে, সেটি অত্যন্ত নিচু হওয়ায় সেখানে অল্প বৃষ্টিতে জল জমে কাদা হয়ে যায় এই বিষয়টি ও দেখার অনুরোধ করছি।’