অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    শিশু শিক্ষা কেন্দ্রে মিড ডে মিলের চাল, ডাল সহ বিভিন্ন দ্রব্য বন্টন করাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল গোটা গ্রাম । এর জেরে রীতিমতন বিপর্যস্ত হয়ে উঠল ওই বন্টন প্রক্রিয়া। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর এক ব্লকের উত্তর খোদাসুর শিশু শিক্ষা কেন্দ্রের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকার।

এলাকার বাসিন্দাদের অভিযোগ ,সঠিক প্রক্রিয়ায় চাল, ডাল পড়ুয়াদের মধ্যে বন্টন করা হচ্ছে না। এমনকি দীর্ঘদিন ধরে শিশু শিক্ষা কেন্দ্র খোলা থাকাকালীন পঠন পাঠনও ঠিক ভাবে হয় না বলে অভিযোগ। আর এর জেরেই শুক্রবার ক্ষোভ-বিক্ষোভে চরমভাবে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি।

এলাকার বাসিন্দাদের পক্ষে মহম্মদ আলম বলেন ,এর আগের বরাদ্দ চাল সঠিকভাবে পড়ুয়াদের দেওয়া হয়নি। তার হিসেব দিতে হবে এবং এদিন বেশ কয়েকজনকে পুলিশ উঠিয়ে নিয়ে গেছে তাদের নিঃশর্ত ছেড়ে দিতে হবে। তবে তারা বিক্ষোভ থেকে সরে দাঁড়াবেন। ঘটনার খবর পেয়ে গোয়ালপুকুর থেকে ছুটে আসেন ওই থানার ওসি বিশ্বনাথ মিত্র। তিনি তাদের আশ্বস্ত করে জানান ,সংশ্লিষ্ট বিষয়ে কোনো অসুবিধে থাকলে আপনারা বিডিওকে জানান। কোনো সমস্যা হলে তিনিও তাদের নিয়ে বিডিওর কাছে গিয়ে সমস্যার সমাধান করার ক্ষেত্রে এগিয়ে যেতে রাজি ।যদিও গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান কমরুদ্দিন জানিয়েছেন, সেখানকার বেশ কয়েকজন এদিন বিদ্যালয় কর্তৃপক্ষর থেকে চাল দাবি করে। বিদ্যালয় কর্তৃপক্ষ তা দিতে রাজি না হওয়াতে সমস্যা তৈরি হয়।

তবে চাল বন্টনের ক্ষেত্রে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই। যদি শিশু শিক্ষা কেন্দ্রের মুখ্য সহায়িকাও জানিয়েছেন তিনি নিয়ম মেনেই সব কিছু করছেন। এ ধরনের অভিযোগ ঠিক নয়।