অবতক খবর,১০ জুলাইঃ শিয়ালদহ ফুলবাগান মেট্রোর যাত্রা শুরু সোমবার।একেবারে শীর্ষ স্তর থেকে মিলেছে সবুজ সঙ্কেত।সোমবার উদবোধনের পর থেকেই যাত্রী পরিষেবা চালু হয়ে যেতে পারে শিয়ালদহ মেট্রো স্টেশনের। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি উদ্বোধন করতে পারেন এই পরিষেবার।
সেই কারণে এখন ব্যস্ততা মেট্রো ভবন এবং মেট্রো নির্মাণকারী সংস্থার অন্দরে।
কর্তাদের কথায়,, আমাদের প্রস্তুতি চূড়ান্ত। সোমবার আনুষ্ঠানিক উদ্বোধন হলে মঙ্গলবার থেকেই যাত্রীদের জন্য শিয়ালদহ মেট্রোর দরজা খুলে যাবে।
এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে ইস্ট–ওয়েস্ট মেট্রো। কিন্তু পর্যাপ্ত যাত্রীর অভাবে রুটটি ধুঁকছে। শিয়ালদহ চালু হলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে বলে আশা রেলকর্তাদের। তাই যাত্রী স্বার্থে ও রেলের আয় বৃদ্ধিতে শিয়ালদহ মেট্রো যত তাড়াতাড়ি সম্ভব চালু করা অত্যন্ত জরুরি।