অবতক খবর, সাজ্জাদ হোসেন আহমেদ, কোচবিহার, ৭নভেম্বর : শীতলকুচিতে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হলো শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে। আজকের সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করেন বড়কইমারী অঞ্চল এবং ভাঐর থানা অঞ্চল।
v
খেলার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিতেন বর্মন মহাশয়। এরপর তিনি খেলোয়াড়েদের সাথে পরিচয় পর্ব সেড়ে নেন। আজকের খেলায় প্রধান অতিথি তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ মহাশয় খেলার মাঠে ফুটবল কিক করে খেলার শুভ উদ্বোধন করে খেলোয়াড় এবং দর্শকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ।
শীতলকুচি কলেজ সংলগ্ন পঞ্চায়েত সমিতির মাঠে সেমিফাইনাল খেলায় বড় কৈমারী অঞ্চল এবং ভাঐরথানা অঞ্চলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় নির্দিষ্ট সময়ে খেলা নিষ্পত্তি না হওয়ায় ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি করা হয়। টাইব্রেকার এর মাধ্যমে ৪-৩ গোলের ব্যবধানে বড় কৈমারী অঞ্চল শীতলকুচি এমএলএ কাপ ফুটবল নক আউট টুর্নামেন্টের ফাইনালে খেলার অধিকার প্রতিষ্ঠিত করেন। জানা যায়, আগামী ১০ নভেম্বর রবিবার এই মাঠেই শীতলকুচি ব্লক এমএলএ কাপ ফুটবল নক আউট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।