সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ১৭জুন :: কোচবিহার জেলার শীতলকুচি বাজারে দুটি দোকান ঘরে হঠাৎ আগুন লাগে, আগুনের কবলে পড়ে দোকানের মালপত্র পুড়ে ছাই হয়ে যায় । মঙ্গলবার রাত ১২টা নাগাত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে সকলের অনুমান।
দোকানের মালিক মতিচাঁদ প্রসাদ জানান তখন তারা ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ প্রতিবেশীদের চিৎকারে তাদের ঘুম ভাঙ্গে। তৎক্ষণাৎ দমকলকে ফোন করা হয়। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানের মালপত্র সহ দোকান ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা হতে পারে বলে প্রত্যক্ষ দর্শীরা মনে করেন।