বিশ্বের ইতিহাসে বিরলতম ঘটনার সাক্ষী হতে চলেছে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে কৃষক সমাবেশ। এই লংমার্চ ইতোমধ্যেই বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। তথ্য বলছে ৯৬ হাজার ট্রাক্টর এবং ১২ মিলিয়ন কিষান হাজির হয়েছে প্রতিবাদে।

শীতের উৎসব
তমাল সাহা

বালি ভর্তি ট্রাক, কাঁটাতার
এ কোন উপকরণ কবিতার।
টিয়ার গ্যাস, জলকামান
কবিতার কোন উপাদান?
ব্যারিকেড শব্দটি কেমন!
কবিতায় জুতসই কখন?

এসব শব্দ ভেঙে চুরমার
দুর্দম কৃষক কি গতি তার?
কাতারে কাতারে কিষান
তোলে রণ হুংকার–
এ আমার অধিকার।
বাজায় রণভেরী
গর্জায় যুদ্ধবিষাণ।

স্টেডিয়াম হবে জেলখানা!
গণতন্ত্রের হাতে বিশাল দস্তানা।
পুলিশি দাপট রাষ্ট্রীয় মস্তানি
শৈত্যপ্রবাহ উড়ে যায়—
তুমি কি দেখেছ চোখে চোখ
কিষানের চোখরাঙানি!

রাষ্ট্রের হিম্মত খতম
খতম সব জারিজুরি।
কৃষি বিরোধী বিল জ্বলবে–
রাজধানী এখন জ্বলন্ত আগ্নেয়গিরি।

এত কিষান এত হিম্মত ছিল কোনখানে?
শীতের বাতাস হুমড়ি খেয়ে পড়ে
বলে, এরা তো ছিলই গেরিলা হয়ে
ভারতীয় ময়দানে।