অবতক খবর,২ নভেম্বর: শীতের মৌসুম আসতেই দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে চটুল নাচ আর জুয়ার আসরের রমরমা। চাঁদপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে এই চটুল নাচের আসর গুলি ফ্ক্ষভের সৃষ্টি করেছে দক্ষিণ দিনাজপুর জেলার সংস্কৃতিমনস্ক মানুষের মনে।এর আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে পুতুল নাচের আসর এর বিরুদ্ধে পুলিশি অভিযান চলার কারণে কিছুদিন এই চটুল নাচের আসর ও জুয়ার আসর বন্ধ ছিল।করোনা সম্পর্কে কাজে লাগিয়ে পুলিশি তৎপরতা একটু কমতেই করোনা সংকট কে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে বসাচ্ছে চটুল নাচের ও জুয়ার আসর।

গতকাল সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরর খুব কাছেই অমৃত খন্ড গ্রাম পঞ্চায়েতের ডুমুইর এলাকায় এমনই চটুল নাচের আসর ও জুয়ার আসর বসতে দেখা গেল। আর সেই দৃশ্য উঠে এলো আমাদের গোপন ক্যামেরায়।তাই অবৈধ কারবারের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নিচ্ছে সেই সম্পর্কে জানতেসংবাদমাধ্যমের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষে ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝাঁ আমরা জুয়া এবং চটুল নাচের বিরুদ্ধে অবিরত অভিযান চালিয়ে যাচ্ছি।পাশাপাশি আমাদের সারপ্রাইজ ভিজিটর চলছে।এই অভিযান আগামী দিনে আরো বৃদ্ধি পাবে।