শীতের দাপট চলছে। পার্ক সার্কাস,শাহিন বাগে রাত জাগছে মানুষ। লড়াইও রাত জাগছে। মানুষের নতুন লড়াই পরিচয়ের জন্য, আশ্রয়ের জন্য
শীতে আগ্নেয়াস্ত্রের কবিতা
তমাল সাহা
কাঁথা মুড়ে শীত নেমে আসে।
শীতের ভয়ে কুঁকড়ে থাকে জনপদ।
শীত আরও কঠিন হলে
জড়ো হয় লেপ, কম্বল যাবতীয়
উষ্ণতা বর্ধক সম্পদ।
শীতে ভয়…
এই শীতে শব্দও ভয় নিয়ে আসে।
শব্দকোষের নিকটে যাই না আর।
অভিধানের কপাট খুলতে ভয় পাই
শব্দটি যদি উঁকি মারে আবার।
উদ্বাস্তু মানে কী?
এর প্রতিশব্দ আর কী কী হতে পারে?
জিজ্ঞাসা চেপে রাখি
ভয়! ভয়!
চেপে ধরে চেতনে, মননে অন্তরে।
উদ্বাস্তু মানে কী?
উৎখাত মানুষ, আস্তানা বিহীন মানুষ
শরণার্থী– বাস্তুভিটে হারা।
পৃথিবী শব্দটির কোনো
ধর্ম, বর্ণ, জাত নেই
আমাদের আগলে রাখে তার
বিনিদ্র সতর্ক পাহারা।
শীত ঠেকানো যায়,
সকলেই জানে শীতবস্ত্রে।
আশ্রয়ের অনিশ্চয়তা রুখে দেওয়া যায় শুধুমাত্র আগ্নেয়াস্ত্রে।