অবতক খবর :: ১০ই ডিসেম্বর :: কলকাতা :: ডিসেম্বর মাসের ১০তারিখ হয়ে গেলো তাও শীতের দেখা নেই। সোমবার তাপমাত্রা ছিল ১৯.৪ ডিগ্রি৷ আজ মঙ্গলবারের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস৷ তাপমাত্রা ২ ডিগ্রি কমেছে বটে কিন্তু সেটাও স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি বেশি।
সকাল-সন্ধে শীতের আমেজ শহরবাসী পেলেও,জাকিয়ে শীত আসতে এখন অনেকটাই দেরি বলে মনে করছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। পাশাপাশি আকাশ কিন্তু মেঘাছন্ন থাকবে। ভোরের দিকে থাকবে কুয়াশার প্রকোপ ।
হাওয়া অফিসের মতে আগামী সপ্তাহ থেকে নামতে পারে পারদ।ফলে জাকিয়ে শীতের আমেজ উপভোগ করতে হলে পরের সপ্তাহ অবধি অপেক্ষায় থাকতেই হচ্ছে শহরবাসীকে।