অবতক খবর,৮ অক্টোবর,জলপাইগুড়ি: শিক্ষার সমস্ত ফি মুকুব এবং শিক্ষাপ্রতিষ্ঠান সমস্ত খুলতে হবে এবং ছাত্র-ছাত্রীদের এক-তৃতীয়াংশ ভাড়ায় ছাড় দিতে হবে পাশাপাশি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে কোনরূপ পুলিশি হস্তক্ষেপ চলবে না এই দাবি নিয়ে আজ শুক্রবার জলপাইগুড়িতে স্বাক্ষর সংগ্রহ করছেন ছাত্র সংগঠন এআইডিএসও(AIDSO)।
ছাত্র সংগঠন AIDSO এর সুনিতা মুর্মু জানান, অসংখ্য মানুষ এই দাবি পত্রে স্বাক্ষর করেছেন। এবং আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর নিকট ডেপুটেশন কর্মসূচি চলছে। আমরা জলপাইগুড়ি শহরে আজ ছোট্ট পথসভার আয়োজন করেছি। রাজ্যের সমস্ত জেলায় মিছিল ও পথসভা চলছে।