অবতক খবর , সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি :-       বোনাস বিতর্কে পূজোর মুখে বন্ধ হয়ে যাওয়া মাল ব্লকের সাইলি চা বাগান শুক্রবার খুলে গেলো । বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়িতে চাবাগান মালিকপক্ষের সংগঠন আইটিপিএ কার্যালয়ে বাগান খোলার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রসঙ্গত পূজোর মুখে বোনাস প্রদানের ইস্যুতে বাগানে সমস্যার সৃষ্টি হয়েছিলো। মালিকপক্ষ ১৫.৫ শতাংশ হারে বোনাস দিতে চাইলে শ্রমিকরা সেই সিদ্ধান্ত মেনে নিতে চাননি।

কিছু মহিলা শ্রমিকের নেতৃত্বে ২২ সেপ্টেম্বর থেকে বাগানে গেট মিটিং শুরু হয় ২০ শতাংশ হারে বোনাস প্রদানের দাবিকে সামনে রেখে। এ প্রসঙ্গে মালিকপক্ষ দাবী করেন আন্দোলনের জেরে বাগানের ক্ষতি হচ্ছে আর সেই কারণেই ৫ অক্টোবর থেকে বাগানে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর নোটিশ জারি করে।

এরপরে ত্রিপাক্ষিক, দ্বিপাক্ষিক বৈঠকে কোনোরকম সমাধান সূত্র বের না হওয়ায় বাগানটি এতদিন বন্ধ অবস্থায় ছিলো। বৃহস্পতিবার জলপাইগুড়িতে আইটিপিএ কার্যালয়ে পুনরায় দ্বিপাক্ষিক বৈঠকে বেরিয়ে এসেছে রফাসূত্র। সেখানেই বাগান খোলার ব্যাপারে সির্ধান্ত গৃহীত হয়েছে।

এ প্রসঙ্গে বাগানের সহকারী ম্যানেজার সাইরাজ প্রধান বলেন, ” শুক্রবার থেকেই বাগানের সমস্ত কাজ শুরু হয়ে গেছে”। বাগানে স্বাভাবিক কাজকর্ম হচ্ছে।