অবতক খবর,১৪ জানুয়ারি: করোনা সংক্রমণ রোধে প্রশাসন আগেই সিদ্ধান্ত নিয়েছিল সপ্তাহে দুদিন করে বাজার বন্ধের। সেইমতো শুক্রবার সকাল থেকে অশোকনগর কল্যাণগড় পৌরসভার বিভিন্ন বাজারগুলি ছিল বন্ধ। অশোকনগরের গোলবাজার, কচুয়াবাজার, তিন নম্বর বাজার সহ আরো প্রায় ২০ টি বাজারে দিন বন্ধ ছিল।
তবে জরুরি পরিষেবায় খোলা রয়েছে ওষুধের দোকান ও মিষ্টির দোকান। তবে পুলিশ প্রশাসনের নজরদারি তেমনভাবে চোখে পড়েনি এদিন। লকডাউন চলছে দিন বহু মানুষ রাস্তায় নেমেছেন, রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে দেখা গেছে জটলাও। অন্যান্য দোকান বন্ধ থাকলেও, কিছু ব্যবসায়ী দোকানের শাটার অর্ধেক খুলে চালিয়েছেন ব্যবসা। তবে দুদিনের লকডাউনের প্রথম দিনেই ভালো সাড়া পড়েছে মনে করছে প্রশাসন।