অবতক খবর,২৩ জুলাই,মলয় দে নদীয়া :-বর্ষায় ভরা নদী, সেই নদীর জলের উপর দিয়েই হেঁটে পারারার করছে এলাকায় লোকজন। এ কাণ্ড হার মানাবে পিসি সরকারের যাদুকেও। তবে এ কোনো যাদু নয়, এই চিত্র নদীয়ার চাপড়ার বড় আন্দুলিয়ায় জলঙ্গী নদীর। কদিন ধরেই বড় আন্দুলিয়ার বন্যা পাড়ার জলঙ্গী নদীতে কচুরিপানা ভেসে আসছিল।

নদীতে স্রোত না থাকায় বিস্তৃর্ণ এলাকা জুড়ে প্রচুর পরিমাণে কচুরিপানা জমতে থাকে। এরপর ফলে নদীর জলের উপরিভাগে তৈরি হয় কচুরিপানার ভাসমান বিপদজনক সাঁকো। যার উপর দিয়ে অনায়াসে পার হয়ে যেতে পারে মানুষ। গতকাল বিকাল থেকে এ কাণ্ড শুরু হওয়ার পর এলাকার লোকজন ভিড় জমান ওই এলাকায়। অনেকেই মজা নেওয়ার জন্য কচুরিপানার ব্রীজের উপর দিয়ে হেঁটেই চলে যাচ্ছেন ওপারে। কচুরিপানার উপরে দাঁড়িয়ে তুলছেন সেলফি।

অন্য এলাকা থেকেও লোকজন ভিড় জমাচ্ছেন ওই এলাকায়। মজার পাশাপাশি রয়েছে বিপদও। কারণ কচুরিপানার নিচেই রয়েছে প্রায় ৩০ ফুট জল। কোন সময় পা ফসকে কচুরিপানার ফাঁক গলে নিচে পড়ে গেলেই প্রাণহানির মতন ভয়ানক বিপদ। এর পাশাপাশি নদীতে দৈনন্দিন কাজ করতেও সমস্যায় পড়ছেন এলাকাবাসী। স্নান করা থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা, কোন কাজই করতে পারছেন না তারা। এমনকি সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরাও।

প্রশাসনের হস্তক্ষেপ এবং নিরাপত্তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ‌ তবে স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক স্তর থেকে আশ্বাস মিলেছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের । এখন সরকারি কাজের প্রচলিত মত অনুযায়ী ১৮ মাসের বছর কিনা সেটাই দেখার!