নিজস্বসংবাদদাতা ::অবতাক খবর ::পূর্ব মেদিনীপুর::১লা নভেম্বর ::রাজ্য বিধানসভা উপনির্বাচনের তিন কেন্দ্রে বিজেপির শোচনীয় হার। লোকসভা নির্বাচনের ছয় মাসের মধ্যেই গেরুয়া ঝড়কে ধূলিসাৎ করে আবার স্বমহিমায় ফিরেছে ঘাসফুল। আর এই নিয়েই বৃহস্পতিবার থেকেই শাসক- বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে রাজনৈতিক তরজা রয়েছে তুঙ্গে।
শুক্রবার ভোরে হলদিয়া পুরসভার ৬নং ওয়ার্ডের বালার মোড় এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বিজেপির একটি অস্থায়ী পার্টি অফিস। এর ফলে ভিতরে থাকা একাধিক ছবি, ফ্লাগ, টেবিল, দরকারি কাগজপত্র সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। খোদ হলদিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান এর বাড়ির পাশে এমন ঘটনায় জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
শুক্রবার সকালে আগুন লাগার খবর স্থানীয় বিজেপি নেতৃত্বরা জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় তারা। ঘটনায় তখনও পর্যন্ত ওই পার্টি অফিসে আগুন জ্বলছিল বলে দাবি স্থানীয় নেতাদের। তবে বিজেপি নেতৃত্বরা ঘটনাস্থলে আসার আগেই আগুনে ভস্মীভূত হয়ে যায় পার্টি অফিসের ভিতরে থাকা যাবতীয় জিনিসপত্র। সদ্য উপনির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর হলদিয়া পুরসভার ৬নং নম্বর ওয়ার্ডে এমন ঘটনায় সমস্ত দায় তৃণমূলের দিকেই চাপাচ্ছে বিজেপি নেতৃত্বরা।
বিজেপির স্থানীয় নগর মন্ডল সভাপতি বিকাশ বারিকের অভিযোগ, “এলাকায় তৃনমুলের দুস্কৃতীরা রাতের অন্ধকারে সুযোগ বুঝে আগুন লাগিয়েছে। অফিসের কাঠামো, দরজা, প্রধানমন্ত্রীর ছবি, ফ্লাগ সব পুড়িয়ে দিয়েছে। আমরা অভিযোগ জানাবো এ ব্যাপারে”। তবে শীতের ভোরে এমন ঘটনা ঘটায় কোনও রকম আগুনের টের পাওয়া যায়নি বলে মত স্থানীয় এলাকাবাসীরদের। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দুর্গাচক থানার পুলিশ।