অবতক খবর ,সংবাদদাতা পূর্ব মেদিনীপুর :- শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রে সরকারি অনুষ্ঠানে ভাঙচুর গ্রামবাসীদের। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের অন্তর্গত বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এর তিন নম্বর নরসিংহপুর এলাকায় দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের দাবি ছিল ঢালাই রাস্তা। অভিযোগ আট বছর ধরে তারা স্থানীয় গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তর, জেলা তে জানিয়েও কোনো সুরাহা হয়নি। কয়েকদিন আগেও এই রাস্তার বেহাল দশা । অবশেষে টনক নড়ে প্রশাসনের ।

পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রীর ঘোষিত পথশ্রী অভিযান এর মাধ্যমে গ্রামের রাস্তা পুনঃনির্মাণের করা হবে। আজকের এলাকায় বিডিও সুরজিৎ রায় ও ব্লক প্রশাসন এর তরফ থেকে ঘটা করে ফিতা কাটা হয় সেইসঙ্গে মঞ্চ করে এলাকায় একটি বোর্ড ও লাগানো হয়।

এরপরেই ঘটে বিপত্তি। গ্রামবাসীরা বুঝতে পারে রাস্তাটি ঘেঁষ দিয়ে রিপেয়ারিং করা হবে। ঢালাই রাস্তা হবে না। এরপর ই গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে প্যান্ডেল চেয়ার টেবিল সমস্ত কিছু ভাঙচুর করে খালে ফেলে দেয়।

সেই সঙ্গে গ্রাম সেক্রেটারি শেখ সেলিম , অতনু মান্না ,নির্মাণ সহায়ক এবং অঞ্চল সভাপতি মনোজ সামন্ত কে আটক করে রাখে দীর্ঘক্ষণ । তাদের ঘিরে চলে বিক্ষোভ, ঠেলাঠেলি। নন্দীগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। এলাকায় উত্তেজনা রয়েছে।