অবতক খবর: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীকে জরুরি ভিত্তিতে দিল্লিতে তলব করা হয়েছে। সোমবার তাঁদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে থাকতে পারেন অমিত শাহও।
পঞ্চায়েত নির্বাচনের পর পরই দিল্লিতে তলব রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের। এর জেরে বিজেপির অন্দরে তৈরি হয়েছে জল্পনা। বিধানসভার তুলনায় পঞ্চায়েতে ভোট শতাংশ কমেছে প্রায় ১৫ শতাংশ। যা পদ্ম শিবিরের থিঙ্ক ট্যাঙ্কের চিন্তা বাড়িয়ে তুলেছে।
জানা যাচ্ছে, শুভেন্দু-সুকান্তদের সঙ্গে মূলত পঞ্চায়েতের পর্যালোচনা এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে। তাছাড়া সামনেই লোকসভা নির্বাচন। লোকসভায় এবার বাংলা থেকে ৩৫ আসন টার্গেট করেছে বিজেপি। সূত্রের খবর, এই লক্ষ্যের ধারেকাছে পৌঁছানোর জন্য দলের সাংগঠনিক স্তরেও রদবদল হতে পারে। সেসব নিয়েও আলোচনা হবে বাংলার নেতাদের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের বৈঠকে। সেই সঙ্গে আগামী দিনে কীভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব, সেটা নিয়েও আলোচনা হতে পারে।
এরই সঙ্গে মন্ত্রিসভায় রদবদল করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার কথা মাথায় রেখে এরাজ্যেও মন্ত্রীর সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। কাদের মন্ত্রী করা যাবে, কাদের সংগঠনে দায়িত্ব দেওয়া যাবে, সেই নিয়েও শুভেন্দুদের সঙ্গে আলোচনা করতে পারেন নাড্ডা। এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে।