বিনয় ভরদ্বাজ, অবতক খবর, 26সে ফেব্রুয়ারি 22 :: অনেকে ভাবছিলেন শুভ্রাংশু হয়তো এবার নির্বাচন আর জিততে পারবে না কিন্তু এই চিন্তার ওপরে জল ঢেলে দিলেন রাজ্য নেতৃত্ব। তৃণমূলের রাজ্য নেতৃত্বে নির্দেশে এবার শুভ্রাংশু কে জয়যুক্ত করার দায়িত্ব দেওয়া হল এলাকার বিধায়ক সুবোধ অধিকারী কে । কাঁচড়াপাড়া পৌরসভার 6 ন ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী হয়েছেন । সুবোধ অধিকারী এবার শুভ্রাংশু 6 নম্বর ওয়ার্ডের দাঁড়িয়ে থেকে ভোট করাবেন বলে সূত্রে খবর। জানা যাচ্ছে শুভ্রাংশু পরাজয় নিয়ে নিশ্চিত ছিলেন অনেকেই। সমগ্র বিজপুরে এই আলোচনা চলছিল এবার কি শুভ্রাংশু রায় আদৌ জয়যুক্ত হতে পারবেন ।এই খবর শুভ্রাংশু ও তার বাবা মুকুল রায়ের কানে পৌঁছায় । অবশেষে মুকুল রায় হস্তক্ষেপ করেন। কথা হয় রাজ্য নেতৃত্বেও সাথে। শুভ্রাংশু অভিযোগ করেন তাকে হারানোর চেষ্ঠা হচ্ছে। তাকে অভয় দেন রাজ্য নেতারা। তার জয় সুনিশ্চিত বলে জানিয়ে দেন তৃণমূল জেলা সাংগঠনিক সভাপতি পার্থ ভৌমিক । আর এর পরেই ঠিক হয় শুভ্রাংশুকে জেতানোর দায়িত্ব দেয়া হবে বিধায়ক সুবোধ অধিকারীকে।
সমগ্র বিজপুর নয় পুরো উত্তর 24 পরগনায় এই আলোচনায় কিন্তু কানে কানে মুখে মুখে ঘুরছিল । শুভ্রাংশু রায় এবার প্রার্থী হলেও আদৌ কি জিততে পারবেন ? তিনি বিজেপি তে বিধায়ক পদে প্রার্থী হয়ে তৃণমূলী কর্মীদের রেয়াত করেননি। তার সামনেই তৃণমূল নেতা কর্মীদের রাস্তায় ফেলে পেটাতেও দেখা যায় তার বিজেপি বাহিনীকে ।
পরাজয়ের পর শুভ্রাংশু তৃণমূলে ফিরে আসেন কিন্তু তাকে দলে এক্কেবারে কোনঠাসা করে রাখা হয়।কোনো কর্মসূচিতে তাকে ব্যবহার করেনি দল।এলাকার নেতা কর্মীরা তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকেন। এলাকা থেকে শুভ্রাংশু হয়ে রাস্তায় নামতে চান নি তৃণমূলী কর্মীরা । এতে কিন্তু তার পরাজয় নিশ্চিত ছিল। কিন্তু এই চিন্তা-ভাবনা শেষে আর জে কার্যকরী হবে না তা শেষ পর্যন্ত বোঝা গেল রাজ্যের নেতৃত্বে নির্দেশে।
রাজ্য নেতাদের নির্দেশে শেষ পর্যন্ত ইচ্ছে না দেখালেও শুভ্রাংশুর হয়ে প্রচারে নামতে বাধ্য হয়েছিলেন এলাকার বিধায়ক সুবোধ অধিকারী।এর পড়েও ভয় কাটেনি তাই এবার সুবোধ কে দেখা যাবে কাঁচড়াপাড়া 6 ন ওয়ার্ডে দলীয় ক্যাম্পে বসে থেকে শুভ্রাংশু হয়ে ভোটে মানুষকে ভোটদানের ক্ষেত্রে সাহায্য করতে। সোজা কথায় এবার শুভ্রাংশু কে জেতানোর দায়িত্ব দেয়া হয়েছে বিধায়ককে।