অবতক খবর,৬ জানুয়ারিঃ শেওড়াফুলি স্টেশনে ১,২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ৬নম্বর প্ল্যাটফর্মে সংযোগকারী ফুটওভার ব্রিজ দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে পড়ে আছে বলে অভিযোগ যাত্রীদের।যার জন্য সমস্যায় পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।অনেক সময় জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারা পার করে ধরতে হচ্ছে ট্রেন।ফলে দুর্ঘটনায় পড়তে হচ্ছে যাত্রী দের বলেও অভিযোগ।অভিযোগ শুধু তাই নয়,সময় মত খোলা থাকছে না ১ নম্বর প্ল্যাটফর্মের দিকে থাকা লোকাল টিকিট কাউন্টার।অফিস টাইমে বেশিরভাগ সময় যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হচ্ছে কাউন্টার বন্ধ থাকার কারনে।ফলে ট্রেন ধরতে সমস্যা হচ্ছে যাত্রীদের।তাই ফুট ওভারব্রিজ , টিকিট কাউন্টার ও আরো সাত দফা দাবি নিয়ে তৃণমূল জয়হিন্দ বাহিনীর উদ্যোগে হাতে প্লাকার্ড নিয়ে মিছিল করে শেওড়াফুলি স্টেশন মাস্টারকে ডেপুটেশন জমা দেওয়া হলো।

তৃণমুলের দাবি যদি কাজ না হয়,আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা।শেওড়াফুলি স্টেশন মাস্টারের দাবি ব্রিজের যা অবস্থা ছিলো তাতে চালু থাকলে যে কোন মুহুর্তে ভেঙে পড়তে পারতো।কাজ শুরু করা হয়েছে।ব্রিজে কাজ করতে গেলে ট্রেন না বন্ধ করে কাজ করতে হচ্ছে।রেলে কাজে অনেক দপ্তরের ভাগ রয়েছে।সব দিক ঠিক করে কাজ করা হচ্ছে,তবে সময় লাগবে।