অবতক খবর , সম্পা ভট্টাচার্য , মালবাজার (জলপাইগুড়ি) :- মালবাজার শহরের মাঝ দিয়ে বয়ে গেছে পাহাড়ি পাগলাঝোড়া। এই পাগলাঝোড়ারই পাশে দীর্ঘদিন আগে রেলের অব্যবহার্য জমির ওপর গড়ে ওঠে এই বাঘাযতিন কলোনি।
কলোনির বাসিন্দারা দীর্ঘদিন এখানে বসবাস করলেও এই কলোনির ৩৪ টি পরিবারের জমির পাট্টা ছিল না। পাট্টার জন্য এই কলোনির বাসিন্দারা বহু আন্দোলন করেছেন। বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন নিবেদন করেন তারা।
অবশেষে মাল পৌরসভার প্রশাসক স্বপন সাহার উদ্যোগে পাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। সেই প্রক্রিয়া শেষে মাল পৌরসভায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ৩৪ টি পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাল পৌরসভার প্রশাসক স্বপন সাহা, ৫ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মিঠু মুখার্জী, উদ্বাস্তু পুনঃবাসন দপ্তরের আধিকারিক দেবপ্রসাদ ঘোষ প্রমুখ।পাট্টা পেয়ে প্রচন্ড উচ্ছ্বসিত কলোনির বাসিন্দারা।