অবতক খবর , সংবাদদাতা ,গোঘাট :-   গ্রামের শ্মশানের জমি বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সকল গ্রামবাসীরা রাস্তা আটকে ব্যাপক বিক্ষোভ দেখায়। গোটা গ্রামজুড়েই শুরু হয় হুলুস্থুল কান্ড, ঘটনাটি ঘটেছে হুগলীর গোঘাট ২নং ব্লকের কামারপুকুর পঞ্চায়েতের আনুড়ের পার্বতী লজ সংলগ্ন এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় নাকি সকল গ্রামবাসীদের জন্য একটিই মাত্র শ্মশানের জায়গা রয়েছে, যেখানে বছরের পর বছর ধরে গ্রামের মানুষরা সৎকাজ করে আসছেন। কিন্তু হটাৎ করেই তারা জানতে পারেন শ্মশানের এই জায়গাটি নাকি কামারপুকুরের প্রাক্তন প্রধান গ্রামের দুই ব্যাক্তিকে দুইভাগে বিক্রি করে দিয়েছেন।

আর এই খবর জানা মাত্রই সকল গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ দেখায়। এবং গ্রামের শ্মশান যদি কাউকে বিক্রি করা হয় তাহলে সকল গ্রামবাসী মিলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন।