অবতক খবর,২৮ আগস্ট,বাঁকুড়া :- ‘শ্যামকাণ্ডে’ চাঞ্চল্যকর মোড়! শ্যাম ঘনিষ্ঠ’র বাড়ি থেকে উদ্ধার প্রায় ২০ লক্ষ টাকা!
বিষ্ণুপুর টেন্ডার দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুর পৌরসভার প্রাক্তন প্রশাসক শ্যামাপ্রসাদ মুখার্জি ঘনিষ্টর বাড়ি থেকে উদ্ধার হল নগদ ১৯ লক্ষ ৭০ হাজার ১০০ টাকা।
পুলিশের বিশেষ তদন্তকারী অফিসাররা গতকাল রাতে গ্রেপ্তার করেছে শ্যাম ঘনিষ্ঠ রামশঙ্কর মহন্তীকে। এরপর তার বাড়িতে হানা দেয় তদন্তকারী অফিসাররা এবং তার আলমারি থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে।
যদিও তাকে আদালতে তোলার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের তিনি বলেন, ‘আমাকে কেন গ্রেফতার করা হয়েছে আমি জানিনা’। থানায় ডেকে এনে তাকে বসিয়ে রাখা হয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিন পুলিশের পক্ষ থেকে রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
বিশেষ সূত্রে জানতে পারা যায়,রাম শংকর মহান্তীর বাড়ি থেকে বিষ্ণুপুর পোস্ট অফিসের ৮টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। পাশাপাশি, তদন্তকারীদের হাতে এসেছে ৪ টি জমির দলিলও।
তদন্তকারী অফিসারদের অনুমান, এই জমিগুলো মোটা টাকায় কেনা হয়েছিল। আর এই সূত্রেই আজ শ্যাম ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তীর বাড়িতে হানা দিয়ে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে এবং তার বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও পাওয়া গেছে বলে জানা গেছে পুলিশ সূত্রে।
উল্লেখ্য, গতকাল জেরার পর বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ রামশঙ্কর মহান্তীকে গ্রেপ্তার করে পুলিশ। শ্যামাপ্রসাদ মুখার্জী মন্ত্রী থাকাকালীন রাম শংকর মহান্তী তার আর্থিক লেনদেনের বিষয়টি তিনিই দেখভাল করতেন।
এবিষয়ে সরকারী আইনজীবি ইন্দ্রনারায়ণ বিশ্বাস বলেন, এই মামলায় রামশঙ্কর মহান্তীর যোগ থাকার যথেষ্ট প্রমাণ পুলিশ পেয়েছে এবং ধৃতের বাড়ি থেকে নগদ ১৯ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার হয়েছে।
একই সঙ্গে এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ধৃত দিলীপ গরাইকে পুলিশের পক্ষ থেকে ফের আদালতে তোলা হয়। তার বাড়ি থেকে প্রায় ২৪ হাজার টাকা উদ্ধার হয়েছে। বিচারক অভিযুক্ত দিলীপ গরাইকে আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে তিনি জানান।