অবতক খবর,২১ নভেম্বর: জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর সেন্ট অগাস্টাইন ডে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র বারো বৎসরের প্রতিকৃৎ দাস বিগত দুই বছর ধরে শ্যামনগর 24 নম্বর রেলগেটের কাছে একটি বেসরকারি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার শিক্ষা নিচ্ছিলো। গত ১৪ ই নভেম্বর ঐ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক সুশময় বন্দ্যোপাধ্যায় তাকে আঘাত করে। সেই আঘাত তার বাম চোখে লাগে।
এরপর সে বাড়িতে এলে তাকে চিকিৎসক এর কাছে নিয়ে যাওয়া হলে অপারেশন এর পরামর্শ দেওয়া হয়। সঙ্গে সঙ্গে তাকে ব্যাঙ্গালোরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে অস্ত্রোপচার করলেও দৃষ্টি ফেরার ব্যাপারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবিষয়ে গতকাল অর্থাৎ সোমবার জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ছাত্রের পিসি নিবেদিতা মোদক।
তার অভিযোগের ভিত্তিতে জগদ্দল থানার পুলিশ অভিযুক্ত সুশময় বন্দ্যোপাধ্যায় কে ইতিমধ্যেই গ্রেফতার করেছে জগদ্দল থানার পুলিশ।