অবতক খবর,২৪ জুনঃ জগদ্দল বিধানসভা কেন্দ্রের কাউগাছি-১ গ্রাম পঞ্চায়েতের ২৮ নম্বর সংসদের মধ্যে পড়ে শ্যামনগর ফিডার রোড শক্তিগড় ভাদুরীর মাঠ বস্তি। বাম আমলের গোড়ার দিকে প্রস্তাবিত ইএসআই হাসপাতালে জমিতে বসতি গড়ে ওঠে। বর্তমানে এখানে দুশো দীন মজুর পরিবারের বসবাস। পরিবর্তন সরকার আসার পর এই বস্তিতে ঢালাই রাস্তা তৈরি হয়েছে। পানীয় জল ও বিদুৎ পরিষেবাও মিলেছে।

বস্তির বাসিন্দারা বলছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পের সুবিধা তারা পাচ্ছেন। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, বার্ধক্য ও বিধবা ভাতাও মিলছে । তাই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তাদের চাওয়া-পাওয়ার দরকার নেই। কাউগাছি-১ অঞ্চল তৃণমূল যুব সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, দলমত নির্বিশেষে বস্তির অসহায় মানুষজন মুখ্যমন্ত্রীর জনমুখী সমস্ত সুবিধাই পাচ্ছেন। যেহেতু ইএসআই জমির ওপর ওরা বসবাস করছেন। তাই বাড়ি করে দেওয়া সম্ভব নয়। তবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা মিলছে বস্তিবাসীদের।