অবতক খবর,৬ জুন: শ্যামনগর ২৬ নম্বর রেলগেট সংলগ্ন বিশাল জায়গা নিয়ে কেন্দ্রীয় সরকার অধিকৃত বসু বিজ্ঞান মন্দির। আগে এখানে ধান, পাট, মাছ চাষ হত। ধান চাষ নিয়ে গবেষণাও করা হত। এখন বসু বিজ্ঞান মন্দির বেহাল দশায় পরিণত। ভেতরে আগাছায় পূর্ন।

অভিযোগ, ঠিকাদারেরা আগাছা পরিষ্কার করার জন্য জঙ্গলে আগুন লাগায়। সেই আগুন মুহুর্তের মধ্যে বসু বিজ্ঞান মন্দিরের ভেতরের চারিদিকে ছড়িয়ে পড়ে। আশপাশের এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। দমকলের দুটি ইঞ্জিন এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।