অবতক খবর , জলপাইগুড়ি : শ্রমিক অসন্তোষের কারনে বন্ধ হয়ে আছে জলপাইগুড়ি জেলার সবচাইতে বড় বিষ্কুটের ফ্যাক্টরি। গত বিশে জুলাই থেকে বন্ধ এই ফ্যাক্টরি। অবশেষে আজ জেলা শাসকের দারস্থ হলেন মালিক পক্ষ এবং নর্থ বেঙ্গল ইন্ডাষ্ট্রি।
নর্থবেঙ্গল ইন্ডাস্ট্রিস অ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সুরজিৎ পাল অভিযোগ করে বলেন, শাসকদলের শ্রমিক নেতা তপন দে এর জন্যই আমরা ফ্যাক্টরি খুলতে পারছি না। তিনি দাদাগিরি করছেন। এই বিষয়ে আগেও রাজগঞ্জ ব্লক অফিসে বিডিও ও বিধায়ক খগেশ্বর রায়ের অনুরোধে ফ্যাক্টরি খোলার বিষয়ে বৈঠকে বসেছিলাম কিন্তু তপন দে সেই বৈঠকে আমাদের ওপর কার্যত চড়াও হন। ঠিকমত কাজ না করার জন্য ৩২ জন শ্রমিককে ছাটাই করার কথা বলা হয়। কিন্তু তপন দে তা মানতে রাজি নয়। আমরা ভিআরএস দিতেও রাজি আছি।
সুরজিৎ পাল আরও বলেন, আমরা ফ্যাক্টরি চালাতে চাই। এই কারণেই আজ জেলাশাসকের দ্বারস্থ হয়েছি।