অবতক খবর , রাজীব মুখার্জী, হাওড়া :      বিগত কয়েক দিন আগে মজুরি বৃদ্ধির দাবি কে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ হয় পাঁচলার দেউলপুর একটি কারখানায়। অভিযোগ উঠেছিল কারখানার মালিকপক্ষের অসহযোগিতার বিরুদ্ধে। যার দরুন কারখানার সামনে দীর্ঘদিন ধরে চলে বিক্ষোভ।

বিক্ষোভের দিনেই ওই কারখানার কন্ট্রাক্টারের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলে শ্রমিকরা। ঘটনায় আহত দীনেশ ধামালী সে কন্ট্রাক্টারের অধীনে কাজ করেন। অভিযোগ দীনেশ ধামালি গত সোমবার কর্ম সূত্রে পার্শ্ববর্তী একটি কোম্পানিতে গিয়েছিলেন। সেই ফ্যাক্টরিতে শ্রমিকরা ও বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ চলছিল। সে ওই কারখানার পার্শ্ববর্তী একটি ওষুধের কোম্পানিতে গাড়ি খালি করতে গিয়েছিলেন।

এই প্রসঙ্গে দীনেশ ধামালি জানান যখন ওই ফ্যাক্টরি থেকে বেরিয়ে তিনি বাড়ি ফিরছিলেন তখন তার উপর চড়াও হয় অভিজিৎ ধামালি ও প্রশান্ত দাস সহ বিজেপির বেশ কিছু ছেলে। বিক্ষোভ সভা থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তারা। বাঁশ, ইট দিয়ে তাকে মারধর করা হয়। তিনি আরো অভিযোগ করেন সেই সময় পুরো বিষয়টি পুলিশের সামনেই ঘটে। তিনি সেখান থেকে কোনোক্রমে পালিয়ে নিজের আত্মরক্ষা করে। এরপরে তিনি পাঁচলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পাঁচলা থানা থেকে তাকে স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্র কুলাই হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারণে স্থানীয় বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

এই প্রসঙ্গে দীনেশ ধামালি জানান মাথায় ও ঘাড়ে ও মুখে চোট লেগেছে। তার পাশাপাশি তিনি আরো জানান গত ৮ তারিখ বিজেপি পার্টি অফিসের সামনে মারধরের বিষয়ে তার বিরুদ্ধে এবং কন্টাকটারের বিরুদ্ধে যে অভিযোগ আনছে সেটা সম্পূর্ণ মিথ্যা বলেই দাবি করেন। বরং তিনি দাবি করেন পাঁচলা থানার পুলিশের সামনে ওই বিক্ষোভ যেখানে হচ্ছিল সেখানে তাকে একে পেয়ে মারধর করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাঁচলা থানার পুলিশ।