অবতক খবর , সংবাদদাতা, হক জাফর ইমাম, মালদা: প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের শ্রম দিবসের প্রাপ্য চাইতে গিয়ে গ্রাম পঞ্চায়েতে হেনস্থার শিকার হয়েছেন বিধবা মহিলারা।প্রধানের অনজরদারীতে পঞ্চায়েত কর্মী সদস্যার স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠল মালদহের চাঁচল১ নং ব্লকের মহানন্দাপুর গ্রাম পঞ্চায়েতে।
শুক্রবার পঞ্চায়েত এলাকার ধঞ্জনা গ্রামের চার বিধবা মহিলা সহ ছয় উপভোক্তা চাঁচল ১ নং ব্লক দপ্তরে অভিযোগ করেন।অভিযোগ পেয়ে বিডিও সমীরণ ভট্টাচার্য্য তা খতিয়ে দেখার আশ্বাস দেন তাদের।
সম্প্রীতি সরকারি অনুযায়ী উপভোক্তারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের ১,২০০০০ সম্পূর্ন হিসেব পেয়েছেন। পঞ্চায়েত সূত্রে জানা যায়,পরে ঘরের মাটি ভরাটের জন্য এন.আর.ই.জি.এস প্রকল্পে উপভোক্তার জবকার্ডে শ্রম দিবসেের বিল পাওয়া যায়।