অবতক খবর,২২ জুলাই,মলয় দে নদীয়া :-আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। আর এই পুন্য তিথিতে সকলে দেবাদিদেব মহাদেবের পূজার্চনা করে থাকেন। সেরকমই নদীয়া জেলার বেশ কিছু জায়গায় চলছে দেবাদিদেব মহাদেবের পুজো।

আজ সোমবার শ্রাবণী তিথিতে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব লিঙ্গ যেটি মহারাজ কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত এবং নদীয়ার কৃষ্ণগঞ্জে অবস্থিত। সেই শিব মন্দিরে চলছে সকাল থেকেই ভক্তবৃন্দের শিব পূজা অর্চনা।সকাল থেকেই অগণিত মানুষের ঢল নেমেছে মন্দির চত্বরে। চলছে শিবের মাথায় জল ঢালা।