অবতক খবর,১৪ আগস্ট,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃ শ্রাবণ মাস শুরু হয়েছে সোমবার দিয়েই এবার আবার জ্যোতিষ মতে গজো কেশরী যোগ রয়েছে সেই কারণে এ বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শিবের মাথায় জল ঢালতে মন্তেশ্বর ব্লকের প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ভিড়। শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের অত্যন্ত প্রিয় এই মাসে শেষ দিন শিবের মাথায় জল ঢালতে প্রতি বছরের ন্যায় এ বছরও অগণিত পুর্ণার্থী কাটোয়ার গঙ্গার ঘাট থেকে সুসজ্জিত বাঁক করে জল নিয়ে পায়ে হেঁটে বোম বোম ভোলে বোম শিবের গীত বলতে বলতে আনন্দ উৎসাহের সঙ্গে পাতুনপতেশ্বর শিব মন্দির ও মন্তেশ্বর শিব মন্দিরে সহ মন্তেশ্বরের বিভিন্ন শিব মন্দিরের শিবের মাথায় জল দেওয়ার জন্য ভিড় করেছে। মন্তেশ্বর গ্রামের সুজিত সাহা, ধেনুয়া গ্রামের অন্নপূর্ণা ক্লাবের সদস্য বসন্ত সাতরারা বলেন এই নিয়ে তৃতীয় বর্ষ হচ্ছে শিবের মাথায় জল ঢালা। ভক্তদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য মন্দির চত্বরে গঙ্গাঘাটে এবং রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।